নিউজ ডেস্ক, ০৩ নভেম্বর:
চলমান রাজনৈতিক সংলাপ শেষ হওয়ার আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
শনিবার বিকেলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত এ চিঠি জোটের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রফিকুল ইসলাম পথিক ইসির প্রাপ্তি ও জারি শাখায় জমা দিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ চলছে। ৮ নভেম্বরের পরে ঐক্যফ্রনন্টের পুনরায় সংলাপ বিবেচনায় রয়েছে বলে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের জানিয়েছেন। সে কারণে চলমান সংলাপ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বানের তফসিল ঘোষনা না করার জন্য আহবান জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।