মেহেরপুর নিউজ, ৩০ অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলা প্রানী সম্পদ বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছাগল ভেড়ার পিপিআর মুক্তকরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মৎস ও প্রানী সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসুচীর উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, প্রানী সম্পদ বিভাগের উপ – পরিচালক কল্যান কুমার ফৌজদার। বক্তব্য রাখেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ইউ পি চেযারম্যান শাহ জামান, খামারী মোহাম্মদ আলী প্রমুখ।