মেহেরপুর নিউজ, ৩০ অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যেগে চলিত ২০১৮-২০১৯ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামৃল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মো:আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সার ও বীজ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুল আলম এর সভাপতিত্বে সার বীজ বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহম্মেদে, কৃসি সম্পসারন অধিদপ্তরের উপ- পরিচালক ড. আখাতারুজ্জামান। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।
অনুষ্ঠানে সদর উপজেলার ১ হাজার চাষীর মধ্যে ১ কেজি করে সরিষার বীজ এবং ২০ কেজি করে ডি এফ পি এবং ১০ কেজি করে এম ও পি সার বিতরন করা হয়।