মেহেরপুর নিউজ, ২৯ অক্টোবর:
মেহেরপুরের গাংনীতে ডিজিটাল ক্যাম্পাস হিসেবে যাত্রা শুরু করলো সন্ধানী স্কুল এন্ড কলেজ। জেলায় এটিই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠান যেটি ডিজিটাল হাজিরাসহ সকল কার্যক্রম ডিজিটালাইজেশনের যাত্রা শুরু হলো। নেটিজেন আইটি লি. ও বিজয় ডিজিটাল যৌথভাবে কারীগরি সযোগীতার মাধ্যমে এটি সম্পন্ন করে।
সোমবার সকালে জেলা প্রশাসক মো: আতাউল গনি ফিঙ্গার টাচের মাধ্যমে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন করেন। পরে সন্ধানী স্কুল এন্ড কলেজে ওকি-নিনোসাকা হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, নেটিজেন আইটি লি. এর মেহেরপুরের উপদেষ্টা সিরাজুল ইসলাম।
এতে স্বাগত বক্তব্য দেন সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন নেটিজেন আইটির বিজনেস পার্টনার মুজাহিদ মুন্না, হাসান মাহমুদ প্রমুখ।