মেহেরপুর নিউজ, ২১ অক্টোবর:
মেহেরপুরে নতুন বাজেট ও হিসাব রক্ষন শ্রেণী বিন্যাস পদ্ধতির উপর ফোকাল পার্সন কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসনের আইসিটি মিলনায়তনে ২দিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আতাউল গনি।
সরকারি ব্যায় ব্যবস্থাপনা শক্তিশালী করণ কর্মসূচী, অর্থ বিভাগ ও জেলা হিসাব রক্ষন অফিসের যৌখ আয়োজনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
হিসাব রক্ষন বিভাগের বিভাগীয় কন্ট্রোলার আবুল কালাম আযাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল হাসান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা হিসাব রক্ষন কর্মকর্তা গোলাম হায়দার ভুইয়া, অডিটর সাইফুল ইসলাম প্রমুখ। ২দিনের কর্মশালায় মেহেরপুর জেলার সকল কর্মকর্তাগড়ণ অংশ গ্রহণ করেন।