মেহেরপুর নিউজ, ০৯ অক্টোবর:
মেহেরপুরে গাংনীতে কৃষাণীদের সবজী ও ফল বাজারজাত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাংনীর পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে ওয়ালমার্ট ফাউন্ডেশন।
আন্তজার্তিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি) এর বাস্তবায়নাধীন সবজী উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরাšি^ত করন প্রকল্পের আওতায় জেলা কৃষি কসম্প্রসারন বিভাগ এতে সহযোগীতা করে।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কে এম সাহাবদ্দিনের সভাপতিত্বে সেমিনারে পধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ড. আখতারুজজামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিপণন কর্মকর্তা জিবরাইল হোসেন, প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আফজাল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেন্ডার স্পেশালিস্ট মাহামুদা আক্তার খান, এফসি শরিফুল আলম মনি, মীর আব্দুল মান্নান, হাবিবুর রহমান, আলমগীর হোসেন প্রমুখ।