মেহেরপুর নিউজ, ২৭ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গা উৎসব উদযাপন উপলক্ষে এক প্রস্ততি সভার অয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে জেলা প্রাশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, স্থানীয় সরদার বিভাগের উপ-প্ররিচালক খায়রুল হাসান, আতিরিক্ত জেলা প্রশাসক মো: ইবাদত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা.রমেশ চন্দ্র নাথ, সম্পাদক অভিজিত কুমার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য আশকার আলী, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর হাসান রিটন প্রমুখ।
এবছর মেহেরপুর জেলার মোট ৩৬টি পুজা মন্ডপ তৈরী হবে। তার মধ্যে মেহেরপুর শহরে সহ সদর উপজেলায় ১৩টি, মুজিবনগর উপজেলায় ৫টি এবং গাংনী উপজেলায় ১৮টি। দুর্গা পুজা উৎসব যাতে সুষ্ঠ ভাবে উদযাপন হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।