মেহেরপুর নিউজ, ১৭ জুলাই:
মেহেরপুর জেলা বীজ প্রত্যায়ন কেন্দ্রের উদ্যোগে ভ্রাম্যমান বীজ পরীক্ষাগারের মাধ্যমে বীজ পরীক্ষা কার্যক্রম জোরগার করণ কর্মসূচী, বীজ প্রত্যায়ন এজেন্সী গাজীপুরের আওতায় মান সম্মত বীজ উৎপাদন, ব্যবহার ও বীজ পরীক্ষা বিষয়ে কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
মঙ্গলবার মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা এন এ হালিম এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ আখরুজ্জামান। বক্তব্য রাখেন প্রশিক্ষন কর্মকর্তা স্বপন কুমার। প্রশিক্ষনে মোট ৩০জন কৃষক অংশগ্রহণ করেন।