মেহেরপুর নিউজ, ২৬ এপ্রিল:
মেহেরপুর সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে খাঁচায় মাছ চাষের অংশ হিসেবে উপজেলার যাদবপুর ও উজলপুরে ভৈরব নদে মনোসেক্সের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া উজলপুরে খাচায় মাছের পোনা অবমুক্ত করেন। এসমং সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত ছিলেন।
২০১৭-১৮ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণের লক্ষ্যে এ পোনা অবমুক্ত করা হয়। প্রতিটি খাঁচায় এক হাজার করে ১০টি খাঁচায় ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়। এ প্রকল্পের ২০ জন করে সদস্য খাঁচায় মাছ চাষের সুবিধা পাবেন।