মেহেরপুর নিউজ, ২৯ মার্চ:
মাত্র এক দিনের ব্যবধানে মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী গনহিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। গত মঙ্গলবারও ওই একই বিদ্যালয়ের ২৫ ছাত্রী অসুস্থ হয়েছিল।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পরপরই এ ঘটনা ঘটে। আক্রান্ত ছাত্রীদের মধ্যে দশম শ্রেণীর শষি মুক্তা, শামিমা খাতুন, নবম শ্রেণীর তামান্না ইয়াসমিন, অন্তরা খাতুন, শাহানাজ, সপ্তম শ্রেণীর তামান্না খাতুন, হাসি খাতুন হাসপাতালে ভর্তি রয়েছে। বাকি তিন জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। একজন ছাত্রী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এর পরই আরো ৯ ছাত্রী তাকে দেখে অসুস্থ হয়ে পড়ে। শিক্ষকরা ছাত্রীদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। একদিনের ব্যবধানে আবারো একই রোগে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় বিদ্যালয়ে আতঙ্ক বিরাজ করছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে ওই একই বিদ্যালয়ের ২৫ ছাত্রী গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছিল। যা নিয়ে বুধবার কালের কণ্ঠ’র প্রিয় দেশ পাতায় মেহেরপুরে ২৫ শিক্ষার্থী অসুস্থ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।