মেহেরপুর নিউজ, ০৩ মার্চ:
পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে মেহেরপুরে ২দিন ব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসন ও মেহেরপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ আয়োজনে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে এ মেলা শুরু হয়েছে।
জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক খায়রুল হাসান, সহকারি পুলিশ সুপার লিয়াকত আলী, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন। স্বাগত বক্তব্য দেন মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ কুমার দাস। সভায় মেলার প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরে নব দম্পতি ও এক সন্তান বিশিষ্ট দম্পতিদের ফুলের স্টিক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া কুইজ প্রতিযোগীতায় বিজয়ী ১০ মহিলাকে পুরুস্কৃত করা হয়।