মেহেরপুর নিউজ, ১৪ ফেব্রুয়ারি:
ভালবাসা চিরন্তন, ভালবাসা শ্বাশত। প্রেমিক-প্রেমিকার ভালবাসা, বাবা-ছেলের ভালবাসা, মা-ছেলে ভালবাসা, স্বামী- স্ত্রীর ভাল বাসা, ভাই-বোনের ভালবাসা। ভালবাসার কোন আক্ষরিক সংজ্ঞা নেই। এই সম্পর্কের বাইরেও কিছু ভালবাসা আছে যে গুলোকে মানবিক ভালবাসা বললে ভুল বলা হবে না।
ঠিক তেমনি ১৪ ফেব্রয়ারি কিছু তরূণ বিশ্ব ভালবাসা দিবস পালন করলো একটি মানবতার সাক্ষী হিসেবে । নিজেদের উপার্জন আর কিছু ব্যবসায়ীদের সহযোগীতা নিয়ে ৮০ জন অসহায় দু;স্থদের মাঝে খাবার ও ফুল বিতরণ করে তারাও ভালবাসার সাক্ষী হলো।
গতকাল বুধবার দুপুরে মেহেরপুরের শহরের হোটেল বাজার এলাকার একদল তরুণ এই মানবিক ভালবাসার কর্মসূচীর আয়োজন করে।
সাইদুল ইসলাম অরিণের নেতৃত্বে তাদের সহযোদ্ধা হিসেবে অসহায় হাতে খাবার ও ফুল তুলে দিলেন ঝুলন শেখ, এনামুল হক, আজমল হুদা, সাব্বির হোসেন, সজিব উদ্দিন, মিশু আকতার, সেলিম হোসেন, ডালিম হোসেন, জহির মিয়া, ফারসি রহমান, রাসেলে, অভিন, শেখ মামুন, জুয়েল, আশানসহ ৩০ জনের একটি দল।
সাইদুল ইসলাম অরিণ বলেন, ভালবাসা দিবসে অসহায়দের ভালবাসা নিয়ে কাটাতে খুব ভাল লাগে। তারই অংশ হিসেবে আমাদের এ উদ্যোগ। আজ যারা সামর্থ্যবান তারা অনেক সুন্দর করে দিন কাটাবে । ভাল খাবারের আয়োজন করবে। তিনি বলেন, এসকল দুস্থ ও অসহায়রা এগুলো করতে পারে না । তাই তাদের মুখে হাসি ফোটানো আমাদের অঙ্গীকার। গত বছরও আমরা ভিক্ষুকদের সাথে ভালবাসা ভাগ করে নিয়েছিলাম।