তারিক-উল ইসলাম:
কুয়াশা অন্তর্হিত হয়, ফোটে আনন্দ ফুল; কী নামে যে ডাকি তাকে
গোলাপ, গাঁদা, ডালিয়া নাকি চন্দ্রমল্লিকা; শীতে আসে নতুন বছর।
বর্ণিল পাপড়ি উদ্বাহু ডাকে, এসো; বলে- এ বর্ষেও থেকো হর্ষে।
সূর্যমুখী চোখ, পিটুনিয়া চুলের বিনুনি, ডায়ান্থাস হাতের কাঁকন-বন্ধনী
পপি রোদ্দুরে পাখা মেলে ধরে, দুপুরের নূপুরের ছন্দে গাঁথা সুর লহরী।
প্রহরী নই, সঙ্গী প্রীত-প্রীতিজন, প্রিয়তম আলিঙ্গন, আছিই তো।
আমাদের না পাওয়া নেই, কৃষ্ণকলি সন্ধ্যা পেরিয়ে জোৎস্না কুড়াই
সারারাত আমরা গল্প বলি মানুষের-জীবনের; জীবনকে জীবনই বলি।
আমাদের স্বপ্নেরা বর্ধিত হলিহকে, সামনেই বসন্ত আসবে বলে।
হিসেব-নিকেশ করুক অন্যেরা, রাখুক বেঁধে সময়ের দস্তাবেজ
সূর্য কখনও হিসেব রাখেনা, তাকেই নমস্য জানি; থাকি চলমান যাত্রায়।
থাকুক আকাশরঙ টিপ, মেঘের পেখম তুলে এ বর্ষেও থেকো হর্ষে।
থেকো রোদ্দুর বেলা, থেকো প্রাণ, সুন্দরেই রেখো জীবনের যতো গান।
*
# হর্ষমুখ ছবিটি বেলীর।তিন বছর আগের, নতুন বর্ষের প্রথমদিনের।
এ বর্ষেও সবাই থাকবেন হর্ষে- এ চাওয়া আমাদের দুজনের।
সবাইকে খ্রিস্টীয় নতুন বর্ষের শুভেচ্ছা। কল্যাণ হোক সবার।
– তারিক-উল ইসলাম ।। ১ জানুয়ারি ২০১৮ ।। ঢাকা।