মেহেরপুর নিউজ, ২১ অক্টোবর:
মোনাখালী এডুকেশন ডেভলপমেন্ট এসোসিয়েশন (মিডা) ৫ম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা এবং জেএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার বিকালে মেহেরপুর মুজিবগর উপজেলার মোনাখালী মাধ্যমিক বিদ্যালয় হলরুমে মিডা এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উদ্দ্যেশে অনুপ্রেরণামুলক বক্তব্য দেন।
মিডার উপদেষ্টা ও মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাদেক আলী খান, কৃষি কর্মকর্তা খবিরুল ইসলাম, কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন, জাগো মেহেরপুরের মুখপাত্র শোয়েব রহমান, মানবকণ্ঠর জেলা প্রতিনিধি মুজাহিদ মুন্না, পিটিএ সদস্য হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি খালেক মালিথা, অভিভাবক ইসরাফিল হোসেন, মিডার সহসভাপতি সালাউদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডা’র লাইব্রেরী বিষয়ক সম্পাদক আল ইকরাম সোহাগ।
অনুষ্ঠানে চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, মিডা মোনাখালি গ্রামের শিক্ষার্থীদের লেখাপড়ার উন্নয়নে কাজ করে চলেছে। তারা ইতিমধ্যে একটি লাইব্রেরী গঠন করেছে। শিক্ষার্থীদেও ওই লাইব্রেরীতে গিয়ে জ্ঞান চর্চা করার আহবান জানান। তিনি বলেন, প্রয়োজনে লাইব্রেরীর জন্য ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ দিয়ে তার উন্নয়ন করা হবে।