তারিক-উল ইসলাম:
তখন ঊনিশ, উছলে পড়া দিন
রোদেও জলের ঢেউ
ঘাস-শিশিরে সূর্য আনে ভোর
আড়ালে চোখ, কেউ
দেখছে জানি জোৎস্না মাখা চোখে
মহুয়া ফুল নাচে
শিরিষ পাতায় কাঁপন তোলা ছবি
কে বাঁচায় কে বাঁচে!
মিছিলে মুখ দুরন্ত সেই হাত
অফুরন্ত চলা
জামার কলার দুলতে থাকে, হাসে
কল্প-গল্প বলা।
তখন ঊনিশ, তখন তুমি দূরে
গান গাই তবু তোমার সুরে সুরে।
তখন ঊনিশ
……………..
তারিক-উল ইসলাম
১ অক্টোবর ২০১৭. ঢাকা।