তারিক-উল ইসলাম:
আজ রাতে পর্দা ওড়াবে বাতাস,জানালাটা খোলা থাক,
আসুক ধূলো, পাংক্তেয় বৃষ্টিজলের ছটা চোখ ছুঁয়ে যাক।
বিড়ালের নি:শব্দ পায়ে হাঁটুক একজন সারা ঘর জুড়ে,
কলাকৈবল্যে ফেলুক দেয়ালে বাঁধানো ছবি, যাক পুড়ে।
অ্যাসট্রেটা হোক ফুলদানি, বলুক
আসুক বাউরি ঝড়
ভোলেনি সে – মানুষ শিল্প, মানুষেরই মাঝে
থাকে নিরন্তর।
……..
# আকন্দ-অর্কিড
যদি পাই, উড়াই দুরন্ত সে ঘুড়ি
ছিঁড়ে গেলে নাটাইয়ের সুতো,পুড়ি
ঝরাপাতায় দেশলাই-বারুদ, ঘুরি
পুড়তে পুড়তে মেঘাকাশ, উড়ি।
আকন্দ-অর্কিডে রয় দীঘল সন্ন্যাস
সে বিকেল শোকেসেই রয় উদ্ভাস।
দহন-বরণ কষ্টের বেলা, খেলা
সই সব, ভুলিনা তার অবহেলা।
………
# তবু সেই সেলফিতে থাকি
দেখা হয় বহুদিন পর, যেই জ্বরা ও জ্বর- জাপটে ধরে
আমি তার দেখিনা কিছুই
তবু সেই সেলফিতে থাকি।
সেলফের ধুলো তাও ভালো, পরতে পরতে তার আলো
উইপোকা এসেছে এখানেও
জুঁই হাতে শুশ্রশা রাখি।
বই, সেতো বই; রোদে শুকিয়েও ফের তুলে রাখা যায়
অক্ষর-শব্দ কখনও ঘাতক নয়
এই চোখে ঘুরে-ফিরে রয়।
ব্যাঞ্জণ-সুরঞ্জন- কী যেন নাম তার, চিনিনা তাকে
ফ্ল্যাশ আলোয় বন্ধ দুই চোখ
ফেসবুকেই থাকুক সে অক্ষয়।
………
# জানালাটা খোলা থাক
আজ রাতে পর্দা ওড়াবে বাতাস
জানালাটা খোলা থাক,
আসুক ধূলো, পাংক্তেয় বৃষ্টিজলের ছটা
চোখ ছুঁয়ে যাক।
বিড়ালের নি:শব্দ পায়ে হাঁটুক একজন
সারা ঘর জুড়ে,
কলাকৈবল্যে ফেলুক দেয়ালে বাঁধানো
ছবি, যাক পুড়ে।
অ্যাসট্রেটা হোক ফুলদানি, বলুক
আসুক বাউরি ঝড়
ভোলেনি সে – মানুষ শিল্প, মানুষেরই মাঝে
থাকে নিরন্তর।
……..
– তারিক-উল ইসলাম
৮ আগস্ট ২০১৭. ঢাকা।