তারিক-উল ইসলাম:
যদিও বিষণ্ন বিকেল তবু হাঁটু মুড়ে জলে-জানালায় রেখো চোখ।
এঁকো হাসি। বিষাদ তো বিপন্ন সময়ের সঙ্গী । ছেড়ো নাকো তার হাত।
যে অসুখ বৈরাগ্যের, তাকে কখনও বলোনা বিদায়।
হননের দিনলিপি সখা যার, তাকে রেখো না বেঁধে।
সেঁধে দিও না দরোজা খুলে। ভুলেও দিও না মনোস্তাপ।
গেরস্তের রাখাল যেইজন, তাকে দিও না বসতে পিঁড়ি পেতে
মাদুরে আদুরে কণ্ঠে দিও নাকো ডাক।
যাবার সময় হলে ঘাটে বাঁধা নৌকা দুই হাতে ঠেলে দেয় যেইজন
ফেরার সময় হলে ভুলে যায় পথ। ভাবে,পাখিরা কোন পথে যায়!
আকাশ তো সেলফে বইয়ের মতো নিরুদ্বেগ নীল ছুঁয়ে ছবি হয়ে যায়।
-কী যে তার কথা,কী কথা যে তার! ঘূর্ণিস্রোতে উল্কি আঁকে মেঘ।
শোকে ও সন্তাপে তাকে দিও নাকো ফেলে।
যে যাবার সে যাবেই, তাকে রেখো নাকো ধরে।
ছিল বলে থাকবেই- ভেবো না কখনও।
ভেবোনা, ভেবোনা, ভালো থেকো।
——————
ভেবোনা, ভালো থেকো
-তারিক-উল ইসলাম, ২৭ মে ২০১৭, ঢাকা।