মেহেরপুর নিউজ, ২৩ এপ্রিল:
মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে “টিকা শিশুর জীবন বাঁচায়” প্রতিপাদ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আওতায় বিশ্ব টিকাদান সপ্তাহ (২৪-৩০ এপ্রিল) ২০১৭ উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলার সকল শিশুর টিকা প্রাপ্তির নিশ্চিত করণের লক্ষ্যে এসভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় সিভিল সার্জন ডা. জি, কে, এম শামসুজ্জামানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ডা. রমেশ চন্দ্রলাথ, ডা. আবুল বাশার, ডা. মিজানুর রহমান, ডা. আরিফুজ্জামান, ডা. রোমানা খাতুন, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক সাইফুল ইসলাম প্রমূখ।