—– মো: মুরশিদ
দ্বীপ্ত আশা ভালবাসা
জন্ম দিয়ে মনে,
কেন কর ছিনি বিনি
প্রতিকুলের সনে?
মন তো আর পাথর নয়
কোমলতায় ঘেরা,
ক্ষণিকের আবগে দিয়ে
দিচ্ছ কেন বেড়া?
তুমি হয়তবা সরে যাবে
তোমার চেতনা সস্তা,
ভাবছ একবার
প্রতিকুলের কি হবে অবস্থা?
যাকে নয়িে পুতুল খেলো
সে অনেক সর্তক,
সে তোমাকে বিশ্বাস করে
তাই করে না র্তক।
কি এমন দরকার বল
অন্যরে ক্ষতি করে?
তোমার ও বেশ ক্ষতি হবে
অভিশাপের বাড়ে।
আবগে হটাও বিবেক খাটাও
নিজে হও খাটি,
তবইে স্বপ্ন গড়া র্স্বাথক হবে
স্বচ্ছ প্রেমের ভিটি