মেহেপুর নিউজ,২৬ অক্টোবর:
মেহেরপুর জেলা বাজার মনিটরিং কমিটির সদস্যরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, খাবার হোটেল পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ বিভিন্ন বিষয়ে সতর্কতা মূলক পরিদর্শন করেছেন।
বুধবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহমেদের নেতৃত্বে সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশগ্রহণ করেন। এসময় অন্যদের মধ্যে এনডিসি রামানন্দ পাল, জেলা মার্কেটিং কর্মকর্তা আকমল হোসেন, প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো, হোটেল রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, খাবার হোটেল পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং মূল্য তালিকা টাঙানোর নির্দেশ দেন। পরবর্তিতে এ ধরণের অনিয়ম পরিলক্ষিত হলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান।