মেহেরপুর নিউজ, ২৪ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলায় এবার ৩৫ টি পূজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মেহেরপুর শহরে ৫টি সহ সদর উপজেলায় ১৩টি, গাংনী উপজেলায় ১৬টি এবং মুজিবনগর উপজেলায় ৬টি রয়েছে।
শহরের ৫টি সদরের ১৩টি হলো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, হরিপ্রদায়িনী হরিসভা মন্দির, নায়েব বাড়ী দূর্গা মন্দির, হালদার পাড়া দূর্গা মন্দির ও হরিজন দূর্গা মন্দির, সদর উপজেলার চাঁদবিল দূর্গা মন্দির, শ্রী রাধামাধব মন্দির, বাড়াদি বাজার দূর্গা মন্দির, পিরোজপুর ঘোষপাড়া দূর্গা মন্দির, পিরোজপুর দাসপাড়া দূর্গা মন্দির, গহরপুর দূর্গা মন্দির ও গোভীপুর দূর্গা মন্দির।
গাংনী উপজেলার ১৬টি পূজা মন্ডপ হলো গাংনী পৌর দূর্গা মন্দির, চৌগাছা দাসপাড়া কালী মন্দির, শাহারবাটি দাসপাড়া কলী মন্দির, মটমুড়া হালদার পাড়া কালী মন্দির, কসবা দাসপাড়া কালী মন্দির, মোহাম্মদপুর দাসপাড়া কালী মন্দির, কচুখালী জুগিন্দা দূর্গা মন্দির, আমতৈলী দাসপাড়া কালী মন্দির, বেতবাড়িয়া দাসপাড়া কালী মন্দির, হিজুলবাড়িয়া দাসপাড়া কালী মন্দির, আমতৈলী দাসপাড়া কালী মন্দির, ভৌমরদাহ দাসপাড়া কালী মন্দির, চাঁদপুর দাসপাড়া কালী মন্দির, নিত্যানপুর দূর্গা মন্দির, ষোলটাকা দাসপাড়া কালী মন্দির ও হাড়িয়াদাহ দাসপাড়া কালী মন্দির।
মুজিবনগর উপজেলার ৬টি পূজা মন্ডপ হলো মোনাখালি কালী মন্দির, মোনাখালি দাসপাড়া কালী মন্দির, দারিয়াপুর খানপাড়া দূর্গা মন্দির, বল্লভপুর দূর্গা মন্দির, মহাজনপুর দূর্গা মন্দির ও কোমরপুর দূর্গা মন্দির।
মেহেরপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ জানান, এবার জেলায় ৩৫টি মন্ডপে পূজা তৈরি হচ্ছে। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব শান্তিপূর্নভাবে উদযাপন করতে সকল প্রস্তুতি গ্রহন করছি।