মেহেরপুর নিউজ, ০৭ সেপ্টেম্বর:
ক্রেতা সেজে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল কলেজ সংগলœ একটি বাগানে অভিযান চালিয়ে ইউএসের তৈরি একটি অস্ত্রসহ লিটন আলী (২৫) ও মিল্টন আলী (২৬) নামের দুই অস্ত্র ব্যাবসায়ীকে আটক করেছে র্যাবের বিশেষ একটি দল।
বুধবার সন্ধ্যায় ঢাকা র্যাবের একটি বিশেষ দলের টিম লিডার এসআই সুমনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক লিটন আলী মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের জাসদ আলী ও মিল্টন হোসেন একই গ্রামের ফজলুল হকের ছেলে।
র্যাবের এস আই সুমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই অস্ত্র ব্যাবসায়ীর সাথে অস্ত্র কেনার জন্য তাদের সাথে যোগাযোগ করা হয়। সেই তথ্যর ভিত্তিতে ক্রেতা সেজে র্যাবের বিশেষ দল মেহেরপুরের মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল কলেজ সংগলœ একটি বাগানে অপেক্ষা করতে থাকে। তারা পিস্তল নিয়ে তাদের কাছে বিক্রি করতে আসার সময় অস্ত্র সহ তাদের আটক করা হয়। তাদের কাছে থেকে ইউএসের তৈরি ৭.৬ বোরের অত্যধুনিক একটি পিস্তল উদ্ধার করা হয়।