মেহেরপুর নিউজ, ০৪ সেপ্টেম্বর:
ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা দেওয়ার পর মেহেরপুর পাসপোর্ট অফিসের সামনে থেকে দোকান না সরালে জরিমানা করার মাত্র তিনদিনের মাথায় আবারও দোকান মালিক ঝন্টু আটক করা হয়েছে। পরে মুচলেকা দিয়ে সে এ যাত্রায় রক্ষা পেয়েছে।
রবিবার দুপুরে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ আমীনুল ইসলাম এ অভিযান পরিচালন করেন।
গত বৃহস্পতিবার দুপুরে পাসপোর্ট অফিসের সামনে দালালদের ধরতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ঐ দিন তুহিন ও ঝন্টু নামের দুই ব্যাক্তির জরিমান করা হয়। ঝন্টু জরিমানার টাকা পরিষোধ করে সে যাত্রায় রক্ষা পায়। ঐদিন ঝন্টুকে পাসপোর্ট অফিসের সামনে থেকে দোকান সরিয়ে ফেলার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। কিন্তু তিনি নির্ধরিত সময়ের মধ্যে দোকান না সরানোর কারনে রবিবার আবার অভিযান চালানো হয়। এসময় ঝন্টুকে আটক করে। পরে এলাকাবাসীর অনুরোধে মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়।