মেহেরপুর নিউজ, ৩০ আগষ্ট:
মেহেরপুর শহরের শেখ পাড়ায় অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন নকল সার প্রস্তুত বাজারজাত করনের অপরাধে সার কারখানর মালিক, ম্যানেজার ও দারোয়ানকে বিভিন্ন পরিমানে জরিমানা অনাদায়ে ঝে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার রাতে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফ হোসেন এ আদালত পরিচালনা করেন।
দন্ডিতদের মধ্যে কারখানা মালিক মশিউজ্জামান বাবুর ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের জেল, ম্যানেজার সজলের ৫ হাজার ও দারোয়ান শিশিরের ২ হাজার ৫শ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দেওয়া হয়। পরে জরিমানার টাকা ভ্রাম্যমান আদালতে পরিশোধ করলে তাদের মুক্তি দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার আরিফ হোসেনের নেতৃত্বে শহরের শেখ পাড়ায় অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন সার কারখানার সন্ধান পাওয়া যায়। অভিযান চলাকালে কারখানা মালিক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সার তৈরির বিভিন্ন উপকরণ, তৈরি কৃত ড্যাপ সার, সার তৈরির মেশিন জব্দ করে মেহেরপুর পৌর সভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াজতুল্লার জিম্মায় দেওয়া হয়। পরে মালিকসহ তিনজনকে আটক করে ভ্রাম্যমান আদালতে বিচার করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, সহাকারী উদ্ভিদ কর্মকর্তা আব্দুর রকিব সেখানে উপস্থিত ছিলেন
ভ্রাম্যমান আদালত বিচারক আরিফ হোসেন জানান, লাইসেন্স বিহিন বেজাল সার প্রস্তুত ও বাজারজাত করণ সার ব্যাবস্থাপনা আইন-২০০৬ (২০০৮ পর্যন্ত সংসধিত) ১৭ (১) লংঘন এবং ১৭ (৩) ধারায় দোষী সাববস্থ হওয়ায় তাদের জরিমানা করা হয়।
একই সাথে সার কারখানাটি মেহেরপুর পৌর সভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াজতুল্লার জিম্মায় দেওয়া হয়। সেই সাথে আগামী ৩০ সেপ্টেবরের মধ্যে সকল লাইসেন্সের অনুমোন নেওয়া নির্দেশ দেওয়া হয়।