মেহেরপুর নিউজ,২৫ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ভৈরব নদীতে ৬১০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি শুভ্রা দাস উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করণের উদ্বোধন করেন। এসময় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদির, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মেঝাবাহুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, ফার্ম ব্যবস্থাপক ড. আসাদুজ্জামান, ব্যাবসায়ী সাদিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বাৎসরিক পোনা অবমুক্ত করণ কর্মসূচী কার্যক্রমের আওতায় উপজেলার বিভিন্ন স্থানের মুক্ত জলাশয়ে ৬১০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে।