মেহেরপুর নিউজ,০৯ আগষ্ট:
মেহেরপুরের সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত এলাকা থেকে আটক দু’দেশের দু’নাগরিকে হস্তান্তরের পর সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে আন্তজার্তিক সীমানার ১১৭ নম্বর মেইন পিলারের শুন্যরেখায় বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শুরু হয়ে শেষ হয় দুপুর ১২ টা ৩৫ মিনিটে। বিজিবির পক্ষে ৪৭ বিজিবি ব্যটালিয়ন কমান্ডার (অধিনায়ক) লে. কর্ণেল আমির মজিদের নেতৃত্বে ৮সদস্যর প্রতিনিধি দল এবং বিএসএফ’র পক্ষে ১৫ বিএসএফ’র টু আইসি লে. কর্ণেল দীরেন্দ্র সিংহ’র নেতৃত্বে ৫ সদস্যর প্রতিনিধি দল অংশ নেয়। পতাকা বৈঠকে মাদক পাচার, নারী ও শিশু পাচার, সীমান্ত হত্যা বন্ধ এবং বিজিবি-বিএসএফ টহলের বিষয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত, সোমবার সকাল ১০টার দিকে আন্তজার্তিক সীমানার ১১৭ নম্বর মেইন পিলারের তাঁরকাটার নিকট থেকে সামিদুল ইসলামকে ভারতীয় ফেন্সিডিলসহ ভারতের বিষ্টপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। পরে বুড়িপোতা গ্রামবাসীরা এর প্রতিবাদে কাঁটাতারের এপারে ভারতীয় জমিতে মাঠে কাজ করার সময় বিজয় বিশ্বাস নামের এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে দুজনের মুক্তি বিনিময়ে বিএসএফ সদস্যদের কাছে পতাকা বৈঠকের আহবান জানান বিজিবি। সকাল ১১ টার দিকে ১১৭ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের নিকট শূন্যরেখায় কোম্পানী কমান্ডার পযার্য়ের পতাকা বৈঠক শুরু হয়। মাঝে কিছুক্ষন মধ্যহৃভোজের বিরতী দিয়ে ২য় দফা পতাকা বৈঠক শেষে সন্ধ্যার দিকে দু’দেশের নাগরিককে হস্তান্তর করা হয়।