মেহেরপুর নিউজ, ০৯ মে:
মেহেরপুরে গ্রামীনফোনের দুরন্ত-২ ক্যাম্পেইনের আওতায় রিটেইলারদের পুরষ্কার বিতরণ ও ফ্যামিলি ডে উদযাপন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর সাধু বার্ণ বার চার্চ প্রাঙ্গনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে গ্রামীন ফোনের রিটেইলাররা তাদের পরিবারের সদস্যদের নিয়ে মেতে উঠে এক বৈশাখি উৎসবে। বৈশাখী উৎসবকে রাঙাতে সেখানে রাখা হয় জিলাপি, কদমা, মুরালি, ঝালমুড়ি সহ নানা বাঙালী খাবার। এঝাড়াও উৎসবের মূল আকর্ষন ছিল পুতুল নাচ ও বাঁদর নাচ। সাথে ছিল বায়োস্কোপ, জাদু ও নাগরদোলা।সকালে নানা রঙের বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন গ্রামীন ফোনের কুষ্টিয়া অঞ্চলের এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম।
এ সময় মেহেরপুরের সেলস এক্সিকিউটিভ পঙ্কজ সাহা সেখানে উপস্থিত ছিলেন। বিকাল ৪টার দিকে গ্রামীনফোন দুরন্ত-২ উৎসবের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবোচ্চ বিক্রি করায় মো: লিটনকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং মো: মাসুদকে ১০ সেফটি ফ্রিজ পুরুস্কৃত করা হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে মেহেরপুর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ৫২৩ জন বিক্রেতাকে পুরস্কৃত করা হয়।