মেহেরপুর নিউজ, ২৪ এপ্রিল:
মেহেরপুর জেলা খাদ্য নিয়ন্তন অধিদপ্তরের উদ্যোগে অভ্যন্তরীন গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে জেলা খাদ্য নিয়ন্তন অধিদপ্তরের অফিস প্রাঙ্গনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় জেলা প্রশাসক পরিমল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, জেলা আওয়ামীরীগের উপদেষ্টা আশকার আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল, উপজেলা খাদ্য কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ উপসিাথত ছিলেন।
এবছর সরকারী দাম ২৮ টাকা কেজি দরে জেলার মোট ৫ হাজার ৯শ ৬০ মে.ট.গম সংগ্রহ করা হবে। এর মধ্যে সদরে ২৭৩৯, গাংনীতে ২৫৭৭ ও মুজিবনগরে ৬৪৪ মে.ট. রয়েছে।