মেহেরপুর নিউজ,২১ এপ্রিল:
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আনিছুজ্জামান শিকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদেরর প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ আনছার উদ্দিন বেলালী, জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা সালাহউদ্দিন। বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক একেএম শাহীন কবির।