মেহেরপুর নিউজ, ০৮ এপ্রিল:
পিস এমব্যাসেডর শান্তির দূত ও বাংলাদেশ শিক্ষক সমিতি ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব জাকির হোসেন বলেন, তরুণ বাঁচলে, সমাজ বাঁচবে। তরুণদের সঠিক পথ দেখাতে আমাদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর আইপিওয়াইজি শাখার আয়োজনে উজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসো শান্তির পৃথিবী গড়ি, তারণ্য-শান্তির অগ্রদূত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রব বিশ্বাসের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শেখ সাইদ আহমেদ, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারন সম্পাদক মোখলেছুর রহমান, সহ-সভাপতি ইসরাইল হোসেন , আইপিওয়াইজি জেলা শাখার সম্পাদক মিনারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আজমল হোসেন মিন্টু, আইপিওয়াইজি সদস্য বাইুজদ হোসেন, হাসমতউল্লাহ, সিবাজুল ইসলাম, শামীম, নূরু, আবু তালেব, রবিউল, আশাদুল, রবিউল ইসলাম ফারুক, সেন্টু,মাজবুল, সুলতান, রজব আলি, লিটন, আক্তারুজ্জামান ও আলাউদ্দিন মাষ্ঠার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন আইপিওয়াইজি সহকারী সম্পাদক আব্দুর রশিদ।