মেহেরপুর নিউজ, ০৮ মার্চ:
অধিকার মর্যাদায়, নারী পুরুষ সমানে সমান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে র্যালী, আলোচনা সভা ও দু:স্থ নারীদের সেলাই মেশিন বিতরণের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক কার্যালয় ও জেলা মহিলা সংস্থার যোৗথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) খায়রুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, মেহেরপুর মহিলা সংস্থার সভানেত্রী শামিম আরা হীরা,, জেলা তথ্য অফিসার রোস্তম আলী । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউলআযম, এনজিও কর্মী রাজিয়া খাতুন, সুফিয়া আক্তার জামিলা প্রমুখ। আলোচনা শেষে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার পাঁচ দু;স্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাইমেশিন প্রাপ্তরা হলেন, হরিরামপুরের জেসমিন, দারিয়াপুরের তহমিনা, গৌরিনগরের রোকসানা, শহরের সুফিয়া ও রিজিয়া।
এর আগে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়