মেহেরপুর নিউজ, ০৬ মার্চ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়নে রবিবার বিকালে মনোনয়ন বাছাই শেষে ঋনখেলাপীর দায়ে আওয়ামীলীগের এক বিদ্রোহী প্রার্থীসহ দুজনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন বাগোয়ান ইউনিয়নের আ.লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাস আলী এবং দারিয়াপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান বাবলু।
এছাড়া ৪টি ইউনিয়নে মনোনয়ন জমা দেয়া সকল সাধারণ সদস্য এবং নারী (সংরক্ষিত ) সদস্যর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। এ নিয়ে ৬ জন বিদ্রোহী প্রার্থীসহ চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত (নারী) সদস্য পদে ৪২ জন এবং সাধারণ সদস্য পদে ১৩৭ জন প্রার্থী মনোনয়ন বৈধ প্রার্থী থাকলেন বলে জানিয়েছেন মুজিবনগর উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল হাদি।
আব্দুল হাদি জানান, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী (আ.লীগের বিদ্রোহী) আক্কাস আলীর সোনালী ও কৃষি ব্যাংকে ঋণখেলাপী এবং দারিয়াপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান বাবলু রুপালী ব্যাংকে ঋণখেলাপী থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।