মেহেরপুর নিউজ,২৬ জানুয়ারী:
মেহেরপুরে ঠান্ডা জনিত কারনে শিশুদের ডাইরিয়ায় আক্রান্তের প্রকোপ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক উদারাময় গবেষনা কেন্দ্র’র সাত সদস্যর প্রতিনিধি দল মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। এসময় প্রতিনিধিদল রোগের নমুনা সংগ্রহ করেন।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক উদারাময় গবেষনা কেন্দ্র’র (আইসিডিডিআর’বি) এর রোগত্বত্ত, রোগনিয়ন্ত্রন ও গবেষনা ইন্সিটিউটের আউটব্রেক কর্মকর্তা ডা: ওয়ালিউর রহমানের নেতৃত্বে সাত সদস্যর প্রতিনিধি দল হাসপাতালের ডাইরিয়া ওয়ার্ড পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে আইসিডিডিআর’বি এর গবেষনা সহকারী ডা. সুদিপ্ত সরকার, ডা. সাবিহা মাহাবুব, ডা. আনিছুজ্জামান খান, ডা. হাসানুজ্জামান, ডা. এম রাজিব আহামেদ, ডা. মোঃ কামাল হোসেন ছিলেন। মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডা. মিজানুর রহমান, সুপারিন্টেন্ডেন্ট ডা. তাপস কুমার সরকার, আবাসিক কর্মকর্তা ডা. অলক কুমর দাস, শিশু বিশেষজ্ঞ ডা. মৃনাল কান্তি মন্ডল প্রতিনিধিদল সহযোগীতা করেন।।
পরিদর্শন কালে প্রতিনিধি দল হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন। কি কারনে শিশুরা ডাইরিয়ায় আক্রন্ত হচ্ছে তা অনুসন্ধান করেন এবং রোগের নমুনা সংগ্রহ করেছেন।
প্রতিনিধি দলের প্রধান ওয়ালিউর রহমান সাংবাদিদের বলেন, আমরা রোগি ও তাদের স্বজদের সাথে কথা বলে ডাইরিয়ায় আক্রন্ত হওয়ার কারণ অনুসন্ধান করার চেষ্টা করেছি এবং রোগের নমৃনা ( রোগীর মল) সংগ্রহ করেছি। কেন্দ্রে পরীক্ষা নিরিক্ষা শেষে প্রতিবেদন পাঠানো হবে।তখন পরিষস্কার হওয়া যাবে আসলে কি কারণে শিশুদের ডাইরিয়ার প্রকোপ বেড়েছে।
মেহেরপুরে গত এক সপ্তাহে ডাইরিয়ায় আক্রন্ত হয়ে প্রায় তিন শতাধিক শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। গত সোমবার ৫৩ জন ও মঙ্গলবার ৩৯ জন শিশু ডাইরিয়ায় আক্রন্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপতালে ভর্তি হয়েছে বলে ডায়রিয়া ওয়ার্ড সূত্রে জানা গেছে।