মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ নভেম্বর:
প্রথম আলোর যুগ পূর্তি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার এক আলোচনা অনুষ্ঠানে মেহেরপুর জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়ামত উল্ল্যাহ-ভূঁইয়া বলেন, গর্ভধারিনী মা যেমন সন্তানের জন্ম দিয়ে তার চোখ মুখ ফুটিয়ে বড় করে তোলে। তখন সন্তানের কাজ হয় মাকে ভাল ও শান্তিতে রাখা। সেক্ষেত্রে এই বাংলাদেশ নামক এই মায়ের গর্ভে দেশের ১৬ কোটি মানুষ লালিত পালিত হয়ে বড় হয়ে উঠছে। অথচ এই মা হতভাগ্যশ্রী হয়ে থাকবে আর কতদিন। আমরা আমাদের মাকে ভাল রাখতে শিখিনি বলেই বাংলা মায়ের এই দশা। তাই এই মাকে ভালবাসতে ও ভাল রাখতে হলে আমাদের সকলকে মিলেমিশে কাজ করতে হবে। আজ যুগপূর্তিতে প্রথম আলো সে কথায় স্মরণ করিয়ে দিল। মেহেরপুর পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, দেশ নামক যে মায়ের বুকে জন্ম নিয়ে ফসল ফলায়, শিক্ষা গ্রহন করি,উপার্জন করি। সেই মাকে ভালবাসতে পারলেই যে দেশ থেকে সন্ত্রাস, দুনীতি, অনাচার বন্ধ সম্ভব তা প্রথম আলোর আজকের এই শ্লোগান সকলকে স্মরণ করিয়ে দিল। তাই প্রথম আলো আজ অধিক সচেতন পাঠকের পত্রিকা হয়ে দাঁড়িয়েছে।
সকাল সাড়ে ৯ টায় মেহেরপুর শহীদ শামসুজ্জেহা পার্কের শহীদ বেদী সন্মুখে কেক কেটে শুরু হয় মেহেরপুরে প্রথম আলোর যুগপূর্তির অনুষ্ঠান। পরে একটি র্যালী বের হয়। র্যালীটি মেহেরপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার সন্মুখে গিয়ে শেষ হয়। পরে প্রথম আলোর যুগপূর্তির আলোচনা অনুষ্ঠানে প্রথম আলো প্রতিনিধি তুহিন আরন্যের সঞ্চালনে আরও বক্তব্য দেন মেহেরপুর সিভিল সার্জন আব্দুস শহীদ, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাশার, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরটিভি প্রতিনিধি পলাশ খন্দকার, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক এ্যাড. ইব্রাহিম শাহিন, মেহেরপুর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু নাসের চৌধুরী, মেহেরপুর মাধ্যমিক বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আখতার উজ্জামান, গাংনী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাইদুর রহমান, মেহেরপুর সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক নূরুল আহমেদ, মেহেরপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক মিয়ারুল ইসলাম প্রমুখ। আলোচনা পর্ব শেষে বন্ধুসভার বন্ধুদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে যুগপূর্তি উপলক্ষ্যে মেহেরপুর শহরের বিভিন্ন স্কুল ও কলেজে গাছের চারা রোপন করা হয়।