“শিক্ষার এই আলোকিত আঙিনাতে,
তোমাদের করছি বরণ,
শুভ হোক তোমাদের আগমন।
তোমাদের আগমনে হাজার কলিরা,
পাপড়ি মেলে,
আধাঁর রজনী শেষে পূবের আকাশে,
রক্তিম সূর্য্য দোলে,
হৃদয় বীণার তারে নতুনের সুরে সুরে,
তোমাদের করছি বরণ,
শুভ হোক তোমাদের আগমন ”।
গানের এ কথাগুলোর সাথে মিলিয়ে ফুল ছিটিয়ে, মিষ্টি মুখ করিয়ে বরণ ডালা সাজিয়ে নতুনদের বরণ করে নিলো মেহেরপুর সরকারী মহিলা কলেজের ছাত্রীরা।
শনিবার সকালে মেহেরপুর সরকারী মহিল কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা, নবীন ছাত্রীদের বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরুষ্কৃত করার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো প্রাণবন্ত একটি নবীন বরণ অনুষ্ঠান।
সহযোগী অধ্যাপক আশরাফুল আলমের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর আসাফ উদ দৌলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মিরাজ আলী। বক্তব্য রাখেন প্রভাষক খসরু ইসলাম, নুরুল আহমেদ, ছাত্রী আলেয়া খাতুন, রীনা জাহান, মেহের আফরোজ প্রমুখ।
অনুষ্ঠানে নবাগত ছাত্রীদের ফুল ছিটিয়ে, মিষ্টি মুখ করিয়ে এবং প্রত্যোকের হাতে ফুল তুলে দিয়ে তাদের বরণ করে নেয়া হয়। পরে ছাত্রীরা সঙ্গীত, নৃত্য পরিবেশন করে।