“নগর পরিবেশে প্রবীনদের অন্তভর্ক্তি সুনিশ্চিত করুণ” এই প্রতিপাদ্যে বিষয়ে প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুরে পালিত হলো বিশ্ব প্রবীণ দিবস ।
বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রবীন হিতৈষী সংঘের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমানন্ডার বশির আহমেদ, সমাজ সেবার উপপরিচালক আবু বকর সিদ্দিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সমম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে অবসরপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসনাত খানকে মমতাময় এবং বেলা রানী নাথকে মমতাময়ী পুরস্কার ভুষিত করা হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এসে শেষ হয়।