মেহেরপুর নিউজ,০১ সেপ্টেম্বর:
বাস ভাংচুর, মালিককে লাঞ্চিত ও ইজিবাইকসহ সকল অবৈধযান বন্ধের দাবিতে বুধবার সকাল থেকে লোকাল পরিবহন এবং সন্ধ্যা থেকে অনির্দিষ্ট কালের জন্য সকল ধরণের পরিবহন ( বাস, ট্রাক, মাইক্রো, দুরপাল্লার পরিবহন) ধর্মঘট ডেকেছে মেহেরপুর জেলা বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে এক জরুরী সভা শেষে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম রসুলের বরাত দিয়ে বাস মালিক সমিতির সদস্য সাফুয়ান আহমেদ রুপক ধর্মঘটের সিদ্ধান্ত জানান।
জেলা বাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে জরুরী সভায় সমিতির সাধারণ সম্পাদক ও ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সমিতির সদস্য সাফুয়ান আহমেদ রুপকসহ মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সাফুয়ান আহমেদ রপক বলেন, ইতিপূর্বে এমপি মহোদয়, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় শেষে সিদ্ধান্ত নেয়ার পরও ইজিবাইক চালকরা সড়কে গাড়ি চালিয়েছে। এর প্রতিবাদ করলে বাসমালিককে লাঞ্চিত করা সহ তারা বাস ভাংচুর করেছে। তার এ প্রতিবাদে এবং ইজিবাইক বন্ধের দাবিতে ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়েছে।