মেহেরপুর নিউজ,২৪ আগষ্ট:
মেহেরপুর পুলিশ সুপারের আহবানে গাংনীর কাজিপুর গ্রামের ২৫ জন মাদক সেবী ও ব্যবসায়ী মাদকের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষনা দিলেন।
সোমবার বিকাল ৫ টার দিকে উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ওপেন হাউজ ডে উপলক্ষে মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম ও স্থানীয় তিন শতাধিক গন্যমান্য ব্যক্তি বর্গের সামনে এ ঘোষনা দেয় তারা। মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিদের মধ্যে কাজিপুর খন্দকার পাড়ার মজনু মিয়া, আব্দুল হালিম, মোজাম আলী, রুবেল হোসেন, নিজাম উদ্দীন, মিল্টন খন্দাকার, মজিবর রহমান, আব্দুল আওয়াল, ডাবলু মিয়া, টুটুল বিশ্বাস, দবির আলী, শরিফুল ইসলাম, কালু মিয়া, রফিকুল ইসলাম, কবেল আলী, বর্ডার পাড়ার জালাল উদ্দীন, শিপন আলী, শরিফুল ইসলাম, সাজু মিয়া, মজনু হোসেন, ঝন্টু মিয়া, হাতেম আলী ও হাড়াভাঙ্গা গ্রামের মাদার আলী এবং খবির উদ্দীন।
পরে সেখানে ওপেন হাইজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওপেন হাউসডে সভায় সভাপতিত্ব করেন কাজিপুর ইউপি চেয়ারম্যান মুঃ আলম হুসাইন। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন। এসময় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা রেজাউল হক মাষ্টার, কাজিপুর ইউপির সাবেক চেয়ারম্যান স্বপন, কাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু নাতেক, সাধারন সম্পাদক আব্দুর রউফ স্বপন, মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক সোহেল আহমেদ ও সাংবাদিক ফারুক আহমেদ প্রমুখ।
মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম তার বক্তব্যে বলেন, যারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তাদের স্বাগত জানাই। আর যারা মাদকের সাথে বসবাস করতে চাই তাদের কাউকেই ছাড় দেয়া হবেনা। তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।