ঔষধ উৎপাদন করার মতো হেকিম না হয়েও কারখানা খুলে কবিরাজি ঔষধ উৎপাদন করার দায়ে মেহেরপুরের গাংনীর মালসাদহ গ্রামে মজিবর রহমান নামের এক হেকিমের ১ বছরের কারাদন্ড,১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। হেকিম মজিবর একই গ্রামের আব্দুর রশিদের ছেলে।
এ অপরাধে তার কারখানা ও হেকিমী দাওয়াখনা নামের প্রতিষ্ঠান দুটি সিলগালাও করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাথে কারাখানায় উৎপাদিত হাজার হাজার বোতল ঔষধ জব্দ করেছে আদালতের টিম।
বৃহস্পিতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমাতুজ জোহরা গাংনীর মালসাদহে এ আদালত পরিচালনা করেণ। এ সময় মেহেরপুরের ড্রাগ সুপার এস এম সুলতানুল আরেফীন ভ্রাম্যমান আদালতকে সহযোহগীতা করেণ।
ভ্রাম্যমান আদালতের বিচারক ফাতেমাতুজ জোহরা জানান, ঔষধ উৎপাদন করতে হলে হেকিমের এ ক্যাটাগরি লাইসেসন্স থাকা লাগে। অথচ হেকিম মজিবর বি ক্যাটাগরির হেকম হয়েও আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কারখানা খুলে বিভিণœ ধরণের ঔষধ উৎপাদন করার অপরাধে তাকে ১ বছরের কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।