মেহেরপুর নিউজ, ১১ আগষ্ট:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে মহিলা সহ তিন জন আহত হয়েছে। আহতরা হলো সুরুজ আলী স্ত্রী রাজিয়া খাতুন, জহুরুল ইসলামের স্ত্রী ফজিলা খাতুন ও মোসলেম আলীর ছেলে সুরুজ আলী।
আহতদের মধ্যে ফজিলার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে চিকিৎসক। বাকি দুজন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরের দিকে কুলবাড়িয়া গ্রামের মোকলেসের স্ত্রী সাইমা খাতুনের সাথে সুরুজের স্ত্রী ফজিলা মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটি হয়। এক পর্যায়ে সাইমার আত্মীয় আবু তালেবের ছেলে আসিফ ফজিলাদের উপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘষ বেধে গেলে ফজিলা পক্ষের ৩ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।