মেহেরপুর নিউজ,০৯ আগষ্ট:
মেহেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার সন্ধ্যায় মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলোর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ইলিয়াস কাঞ্চন। এ সময় সেখানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্ঠা তুহিন আরন্য, সাধারণ সম্পাদক মিজানুর রহমান । অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চনকে ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয়। এর পরপরই তিনি মেহেরপুর ত্যাগ করেণ।