“তুমি রবে নীরবে হৃদয়ে মম
নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥
মম জীবন যৌবন মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম॥
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি।
মম দুঃখবেদন মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম॥”
বিশ্ব কবি রবি ঠাকুরের লেখা গানের কথা ধরেই মেহেরপুরে নিরবে নিভৃতে চলে গেলে বিশ্বকবির ৭৪ তম মৃত্যুবাষির্কী। আজ ২২ শ্রে শ্রাবণ । বিশ্বকবি রবিন্দ্রনাথের ৭৪ তম মৃত্যুবাষর্ষিকী। তবে দিনটি নিয়ে কোনো অনুষ্ঠান বা আলোচনা সভা কিছুই করা হলো না মেহেরপুরে। মেহেরপুর জেলার অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান শিল্পকলাও দিবসটি স্মরণে কোনো কর্মসূচী পালন করেনি।
জাতীয় শোকের মাস বলে রবিন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে কোনো কর্মসুচী রাখা হয়নি বলে মেহেরপুর নিউজকে জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এছাড়াও অন্যান্য সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দিবস নিয়ে কর্মসূচী পালন করতে দেখা গেলেও বিশ্ব কবির মৃত্যুবার্ষিকী পালন তার গানের মত নিরবেই পার করলো মেহেরপুরর সাংস্কৃতিক প্রেমীরা।