মেহেরপুর নিউজ,০৩ আগষ্ট:
মেহেরপুরের কৃতি সন্তান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব HWPL( Heavenly Culture World Peace Restoration of light) এর Peace Ambassador মোঃ জাকির হোসেন ২য় বিশ্ব শান্তি সম্মেলনে যোগদানের আমন্ত্রন পেয়েছেন।
সংস্থার চেয়ারম্যান মিঃ মান হি লী স্বাক্ষরিত ইমেইল বার্তায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত কোরিয়ার রজাধানী সিউলৈ অনুষ্ঠিতব্য সম্মেলনে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিশ্বের প্রায় ১৩০ দেশের প্রতিনিধি এই সম্মেলনে যোগদান করবেন বলে জানা যায়। সারা বিশ্বে শান্তি স্থাপনের কৌশল নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ এবারের সম্মেলনে যোগ দিবেন। বিশ্বের বেশ কয়েকটি দেশের সরকার প্রধান, প্রধান বিচারপতি. বিভিন্ন র্ধমের শীর্ষ নেতৃবৃন্দসহ তরুন সমাজের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেবেন।
মুঠো ফোনে মোঃ জাকির হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিশ্ব মানবতার জন্য কাজ করার সুযোগ পাওয়া অতন্ত আনন্দের এবং গর্বের তিনি দলমত নির্বিশেষে মেহেরপুর বাসীর নিকট দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, গত বছরও শিক্ষক নেতা জাকির হোসেন ১ম বিশ্ব শান্তি সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন।