মেহেরপুর নিউজ,০২ আগষ্ট:
মেহেরপুর জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে ১০ দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকে। এ উপলক্ষে শহীদ সামুসজ্জোহা পার্কে প্রায় সকল প্রস্তুতি সম্মন করেছে আয়োজক প্রতিষ্ঠানগুলো। জেলার বিভিন্ন নার্সারী থেকে নানা রকম ফুল,ঔষধীসহ নানা প্রজাতির গাছে ভরে উঠতে শুরু করেছে মেলা স্থল।
আগামীকাল সোমবার সকাল ৯টায় এ উপলক্ষে জেলা প্রশাসকের কাযালয় চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে মেলা স্থলে এসে শেষ হবে। পরে শহীদ সামসুজ্জোহা পার্কে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোন করবেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার হামিদুল আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, সামাজিক বন বিভাগ কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ১০ দিন ব্যাপী বৃক্ষমেলা সোমবার শুরু হয়ে ১২ আগষ্ট শেষ হবে।