আপডেট
মেহেরপুর নিউজ,২৫ জুলাই:
মেহেরপুরের গাংনীর কাজিপুরে অভিযান চলাকালে দূর্বত্তের হামলায় নিহত পুলিশ কনষ্টেবলের লাশের ১ম জানাযা মেহেরপুর পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুর ১ টায় কুষ্টিয়া থেকে ময়না তদন্ত শেষে কনষ্টেবল আলাউদ্দিনের লাশ মেহেরপুর পুলিশ লাইনে এসে পৌছানোর পর লাশের ১ম জানাযা অনুষ্ঠিত হবে।
জানাযা শেষে তার লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, শুক্রবার রাত ৮টার দিকে গাংনী উপজেলার কাজিপুরে একটি মাদক বিরোধী অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীদের মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ কনষ্টেবল আলাউদ্দিন মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।