মেহেরপুর নিউজ,১৭ জুলাই:
সাহিত্যিক ও সামাজিক সংগঠন মৃত্তিকা গ্রুপ থিয়েটারের উদ্যোগে মেহেরপুর শহরের দু:স্থ মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আশকার আলী, সাংস্কৃতিক সাইদুর রহমান। শহরের ১৭০ জনকে মৃত্তিকার পক্ষ থেকে ঈদের খাদ্য সামগ্রী এবং সংসদ সদস্য ফরহাদ হোসেন তাৎক্ষনিক প্রত্যেককে ২’শ টাকা করে ৩৪ হাজার টাকা নগদ প্রদান করেণ