মেহেরপুর নিউজ,১৭ জুলাই:
“ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ” নজরুলের সেই আনন্দের শিহরণ জাগানিয়া কালজয়ী এ গান ধনী-গরিব, শিশু-কিশোর, তরুণ-যুবক প্রৌঢ়-বৃদ্ধ সবার মনেই যেনো আনন্দের বার্তা নিয়ে আসে। আজ পশ্চিম আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর।
এদিকে, পবিত্র ঈদুল ফিতর যথাযথ মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে পালনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও পৌরসভা কতৃপক্ষ। ইতিমধ্যে শহরসহ জেলার সকল ঈদগাহ প্রস্তুত করা হয়েছে। শহরের বিভিণ্ন সরকারী বেসরকারী ভবন সমূহে আলোকসজ্জা, রাস্তার দুপার্শ্বের ঈদ মোবারক খচিত পতাকা দিয়ে সাজানো হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে তোরণ নির্মান করা হয়েছে। স্থানীয় বিভিন্ন ক্লাব সংগঠনের আয়োজনে নিজ নিজ এলাকা আলোকসজ্জাসহ বিভিন্ন ধরণের প্রস্তুতি নিয়েছে।