মেহেরপুর নিউজ, ০৮ জুলাই:
মেহেরপুর পুলিশ বিভাগের উদ্যোগে পুলিশ লাইন মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার পুলিশ সুপার হামিদুল আলম সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে মেহেরপুর -১ আসনের সাবেক সাংসদ জয়নাল আবেদীন, জেলা প্রশাসক শফিকুল ইসলাম, জেলা ও দায়রা জজ মো: রবিউল হাসান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলীর, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ,অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গোলক চন্দ্র বিশ্বাস, মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক,সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন , মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আইনজীবি সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জেলা বিএম এ সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথসহ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।