মেহেরপুর নিউজ,০৪ জুলাই:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের উদ্যোগে লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে মহিলাদের জন্য ১৫দিন ব্যাপী বেসিক আইটি বিষয়ক প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর সরকারী কলেজ মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন প্রকল্পের ব্যবস্থপনা পরিচালক ইমরুল হাসান চৌধুরী, কপোট্রনিক ইনফো সিস্টেম লি: এর প্রকল্প পরিচালক শরিফুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক আকরাম হোসেন সাজিদ প্রমুখ। ১৫ দিনের এ প্রশিক্ষণে সদর উপজেলার পিরোজপুর ও বুড়িপোতা ইউনিয়নের ৪০ জন মহিলা অংশগ্রহণ করছেন।