মেহেরপুর নিউজ,০২ জুলাই:
তথ্য গোপন করে সরকারী খাস জমি নিজেদের নামে নামজারী করে নিয়েছেন সদর উপজেলার শুভরাজপুর গ্রামের নাহানারা নামের এক মহিলা। এ ঘটনায় তার নামজারী বাতিলের আবেদন করেছে ভোগদখলকারী নয়মুদ্দিন মন্ডল। এর আগে নয়মদ্দিন মন্ডল নিজ স্বত্ত দাবি করে ৪জন কে বিবাদী করে একটি মামলা দায়ের করেন। বিবাদীরা হলেন একই গ্রামের নুরুজ্জামানের স্ত্রী নাহানারা খাতুন, মৃত আজাহার বিশ্বাসের ছেলে বজলুল হক, সরকারের পক্ষে মেহেরপুর জেলা প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি) কে।
আবেদন পত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামে আর এস ১৬০,৩৩৯,২৩৭ নং খতিয়ানে ৩.৩০০০ একর সরকারী খাসজমিতে দীর্ঘদিন যাবৎ একই গ্রামের নয়মুদ্দিন মন্ডল, বজলুল হক দখল স্বত্বে বাস করে আসছে। নিজ স্বত্ত দাবি করে নয়মুদ্দিন বাদি হয়ে মেহেরপুর যুগ্ম জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। যেখানে উপরোক্ত আসামীদের বিবাদী করা হয়। যার নং ৬৮/২০১২। পরবর্তিতে বজলুল হক বাদি হয়ে মেহেরপুর সহকারী জজ আদালতে জমির স্বত্ত দাবি করে অপর একটি মামলা দায়ের করেন। যার নং- ২৫২/২০১২।
আবেদন পত্রে বলা হয়েছে, দুটি মামলা বিচারাধীন থাকা অবস্থায় মামলার সকল তথ্য গোপন করে আসামী নাহানারা খাতুন সদর উপজেলা ভ’মি অফিস থেকে নামজারী করে নেয়। যার কেস নং ১০//১৪৩/২০১৪-১৫। আবেদন বলা হয়েছে, নালিশি জমিতে নাহানারা খাতুনের কোনো স্বত্ত বা দখল নাই। উক্ত নামজারীর ক্ষমতাবলে গত বছরের ৬ নভেম্বর নাহানারা খাতুন ওই জমির দখল বুঝে নেয়ার পায়তারা চালাচ্ছে। এ অবস্থায় উক্ত নামজারী রহিত করার জন্য আবেদন জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে নয়মদ্দিন মন্ডল। এদিকে, আবদনের প্রেক্ষিতে ২২ ডিসেম্বর ২০১৪ তারিখে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উভয় পক্ষকে তলব করে একটি মিটিং ডাকলেও তারপর থেকেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।